কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: গণ সংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন তারুন্যের প্রতীক বাংলাদেশ ছাত্রলীগ মাগুড়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি সিদ্দিকুর রহমান সুজন। এবারে ৬ষ্ট তম উপজেলা পরিষদ নির্বাচনে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২য় ধাপে ২১ মে ২০২৪ ইং। ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করলেও তাঁর মধ্যে অন্যতম মাইক প্রতীক নিয়ে লড়ছেন সিদ্দিকুর রহমান। উপজেলা পরিষদ নির্বাচনে এই প্রথম বারের মত প্রার্থী হয়েছেন, প্রতীক বের হওয়ার পরপরই গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন এই গরীব দুঃখী মানুষের বন্ধু সিদ্দিকুর রহমান সুজন। ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন উন্নয়নমুলক কাজের সাথে জড়িত আছেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দেওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসা,মন্দীর গুলোতে নির্মান কাজে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন পাশা পাশি মুসল্লিবৃন্দুর সাড়াও পাচ্ছেন। এছাড়া মাগুড়া ইউনিয়ন ছাত্রলীগের একমাত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী তারুণ্যের অহংকার, ভোটাররা বলছেন সিদ্দিকুর রহমান সুজনের বিকল্প নেই। উপজেলার সবকটি ইউনিয়নে ভোট রয়েছে শুধু একটু পরিশ্রম করতে হবে তাহলে সিদ্দিকুর রহমান সুজন ভাইকে ভাইস চেয়ারম্যান হিসেবে বের করা সম্ভব হবে। এছাড়া উপজেলার গরীব দুঃখী মানুষের পাশে গিয়ে দারস্থ হচ্ছেন নতুন মানুষ হিসেবে পরিচিত হচ্ছেন এবং জনসাধরনের কাছে সারাও পাচ্ছেন মোটামুটি। উপজেলা বিভিন্ন হাট-বাজার, মাঠে-ময়দানে, চায়ের দোকান, পাবলিক প্লেসসহ বিভিন স্থানে গণসংযোগের মাধ্যমে মাইক প্রতীকে ভোট চাচ্ছেন এবং গরীব, দুঃখী অসহায় মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ যেন হ্যামিলনের বাঁশি ওয়ালার মতো। যেখানে যাবেন পথে প্রান্তরে তাঁর দেখা মিলবে। কোন না কোন ভাবে হউক আপনার কাছে পৌছিবেন আপনার সুঃখ-দুঃখের কথা শুনবেন তিনিও তাঁর সুখ-দুঃখের কথা আপনার সাথে শেয়ার করবেন। তিনি জনসাধরণের সাথে মতবিনিময়ের পাশা পাশি ভোটও চাচ্ছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সুজন জনসাধরণের উদ্যেশে বলেন আমি নতুন মানুষ হিসেবে আপনাদের কাছে মাইক মার্কায় একটি করে ভোট প্রার্থনা করছি এছাড়া বর্তমান সমাজে তরুনরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এছাড়া আমি কথা দিলাম আমি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদের ঋণ আমি পরিশোধ করব ইনশাল্লাহ। বিগত নির্বাচনে আপনারা অন্য প্রার্থীকে ভোট দিয়েছেন এবার আমি আপনাদের মাঝে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে এসেছি, আমি আপনাদের কারো সন্তান, কারো ভাই, কারো ভাতিজা হিসেবে আমাকে দেখবেন। যাই হউক যারা আমাকে ভালবাসেন মাইক প্রতীকে তারা আমাকে একটি করে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি আপনাদের পাশে আছি আগামীতেও থাকব। গত ১১ মে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়ন সহ আরো কয়েকটি ইউনিয়নে ভোটারদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।