সাম্প্রতিক সংবাদ

২৮ বিশেষ ট্রেন চলবে বিশ্ব ইজতেমা উপলক্ষে

U211P5029DT20150112104521
বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নিশ্চিত করতে ২৮টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। এ ছাড়া সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে অতিরিক্ত ২০টি কোচ সংযোজন করা হবে।

মঙ্গলবার সকাল সোয়া ১১টায় রাজধানীর রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান।

রেলপথমন্ত্রী বলেন, ‘দুই পর্বের ইজতেমার প্রথম পর্বের শুরুর দিন শুক্রবার ঢাকা-টঙ্গী-ঢাকা দুটি ‘জুম্মা স্পেশাল, আখেরি মোনাজাতের আগের দু’দিন জামালপুর ও আখাউড়া থেকে দুটি করে চারটি অতিরিক্ত ট্রেন পরিচালনা করা হবে।

আখেরি মোনাজাতের আগের দিন লাকসাম-টঙ্গী একটি, আখেরি মোনাজাতের দিন ঢাকা-টঙ্গী-ঢাকা সাতটি, টঙ্গী-ঢাকা সাতটি, টঙ্গী-লাকসাম একটি, টঙ্গী-আখাউড়া দুটি, টঙ্গী-ময়মনসিংহ চারটিসহ মোট ২১টি আখেরি মোনাজাত স্পেশাল ট্রেন চালু থাকবে।

আগামী ৮ জানুয়ারি থেকে রাজধানীর টঙ্গীতে দুই পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com