জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে জেলা পুলিশের আয়োজনে নাটক ‘অভিশপ্ত আগস্ট’ মঞ্চায়িত হয়েছে। ৭ আগস্ট রাত ৯ টায় জেলা পুলিশ আয়োজিত ও বাংলাদেশ পুলিশ থিয়েটারের পরিবেশনায় সৈয়দপুর পৌর মিলনায়তনে ওই নাটক প্রদর্শিত হয়।
নাটকে ১৫ আগস্টের কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার স্বপরিবারের নৃশংস হত্যাকাণ্ডের চিত্র ফুটে উঠেছে।
দর্শক সারিতে বসে এ মঞ্চ নাটকটি উপভোগ করেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম , নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, নীলফামারী পুলিশ সুপার গোলাম ফারুকসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজনরা।
এ সময় দর্শকরা নীলফামারী পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ থিয়েটারকে ধন্যবাদ জানান।তারা পুলিশ বিভাগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনের প্রতি ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি জনসাধারণের মাঝে ব্যাপকভাবে মঞ্চস্থ করার অনুরোধ জানান।