সাম্প্রতিক সংবাদ

সিরিয়ায় চার শতাধিক অপহরণ আইএসের

IS

বিডি নীয়ালা নিউজ(১৮জানুয়ারি১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ সিরিয়ায় দির আল-জোর শহরে  চার শতাধিক বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।

খবরে জানানো হয়, জঙ্গিরা শহরে বড় ধরনের হামলা চালিয়ে নতুন ভূখণ্ড দখল করেছে। শহরের প্রায় ৬০ শতাংশ ভূখণ্ড তাদের দখলে গেছে। নতুন ভূখণ্ড দখলের পর বেসামরিক লোকজনকে অপহরণ করেছে আইএস। হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে।

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ও রাশিয়ার বিমান হামলা সত্ত্বেও জঙ্গিগোষ্ঠীটি ইরাক সীমান্তবর্তী সিরিয়ার তেলসমৃদ্ধ এলাকাটিতে ওই হামলা চালায়।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, গত শনিবার ওই হামলা শুরু হয়। গতকাল রোববারও যুদ্ধ চলছিল। বহুমুখী হামলা চালিয়ে কমপক্ষে ১৩৫ জনকে হত্যা করেছে আইএস। নিহত ব্যক্তিদের মধ্যে ৮৫ জন বেসামরিক ব্যক্তি। ৫০ জন সরকারি সেনা। আর এই যুদ্ধে আইএসের ৪২ জন যোদ্ধা নিহত হয়েছে।

অবজারভেটরির বলছে, রুশ বিমান হামলার সহায়তায় সরকারি সেনারা বেদখল হওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com