সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ৬টি সংসদীয় আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ৩টি আসনে প্রার্থী পরিবর্তন করেছেন। সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৪ ও সিরাজগঞ্জ-৬ আসনে নতুন প্রার্থী দেয়া হয়েছে।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামীলীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে একযোগে সারাদেশের ৩০০ আসনের মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সিরাজগঞ্জে ৬ টি সংসদীয় আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ-১ ( কাজিপুর) আসনে প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনে (সদরের একাংশ ও কামারখন্দ) বর্তমান সংসদ সদস্য ড. হাবিবে মিল্লাত মুন্নার পরিবর্তে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ -৩ (তাড়াশ-রায়গঞ্জ-সলঙ্গা) আসনে অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ–৪ (উল্লাপাড়া–সলঙ্গা একাংশ ) বর্তমান সদস্য সদস্য তানভীর ইমামের পরিবর্তে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর একাংশ ) আসনে মোঃ আব্দুল মমিন মন্ডল, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর-এনায়েতপুর একাংশ) আসনে বর্তমান সংসদ সদস্য মেরিনা জাহান কবিতার পরিবর্তে তার আপন ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক এমপি চয়ন ইসলামকে দলীয় প্রতিক নৌকা মনোনয়ন দেয়া হয়েছে।
এদিকে দলীয় মনোনয়ন ঘোষনা হওয়ার সাথে সাথে জেলার প্রত্যেকটি আসনে নিজ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হওয়ায় মিষ্টি বিতরণ এবং আনন্দ-উল্লাস করেছে প্রার্থীর কর্মী- সমর্থকরা।