সিরাজগঞ্জ প্রতিনিধি: মাতৃভাষার প্রতি অকৃত্রিম ভালোবাসা আর ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পালিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ফারুক আহমেদ এর নেতৃত্বে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মুক্তি সোপান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। শহীদ মিনারে ফুল ও আলোচনা-সভায় অংশ নেন জনাব ফারুক আহম্মেদ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জ। জনাব মোঃ আব্দুস সাত্তার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, সিরাজগঞ্জ। জনাব মোঃ সোহেল রানা, সার্কেল অ্যাডজুন্ট্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জ। জনাব মোঃ জাইদুর রহমান জাহিদ, উপজেলা প্রশিক্ষক, সদর, সিরাজগঞ্জসহ উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন আনসার ও অঙ্গীভূত আনসারের বিভিন্ন পদবীর সদস্যগণ। জেলা প্রশাসনের আয়োজনেও পালিত হয়েছে নানান কর্মসূচি। এদিকে বাহিনীর কর্মসূচি পালনের অংশ হিসেবে বাহিনীর মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারুক আহম্মেদ, জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিরাজগঞ্জ।