সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ায় নৌকা বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ বড় পাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আয়েশ গ্রামের প্রবীণ আওয়ামী লীগ কর্মী মোঃ আবুল কাশেম মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, ২ নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোহরাব হোসেন, প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান শিশির, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি মোঃ শামীম রেজা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ হাশেম আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোঃ সোহাগ হোসেন, সহসভাপতি মোঃ আরিফুল ইসলাম, ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সহসভাপতি মোঃ শাহিন আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাঃ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সহসভাপতি মোঃ আব্দুল মজিদ, মোঃ আব্দুল রউফ ফকির, স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক মোঃ শাহ আলম ফকির, আমজাদ হোসেন আকন্দ,ডাঃ সবুজ আলী, শেখ মামুন হোসেন, প্রমূখ।
বক্তারা নৌকার প্রার্থী জুনাইদ আহমেদ পলকের গুনগান ও উন্নয়ন তুলে ধরে বলেন, গত ১৫ বছরে অবহেলিত সিংড়ার উন্নয়ন পিছিয়ে ছিল। পলক প্রতিমন্ত্রী হয়ে যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার তা করেনি। আমরা সিংড়ার উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও নৌকার ভোট কামনা করছি। ইনশা আল্লাহ আগামী ৭ জানুয়ারী নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবো।