মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে” এসো হে বৈশাখ এসো এসো ১লা বৈশাখ ১৪৩১ বাংলা শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। ১লা বৈশাখ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আম বাগানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানা অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, ওসি (তদন্ত) দুরুল হোদা, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।