ডেস্ক রিপোর্টঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গতকাল হাইকোর্ট অথবা নিম্ম আদালত কর্তৃক কোন ব্যক্তি দু’বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য সাজাপ্রাপ্ত হলে তার নির্বাচনে অংশ গ্রহণে অযোগ্যতা সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখেছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণবেঞ্চ হাইকোর্টের গতকালের রায় বহাল রাখেন।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পাঁচজন বিএনপি নেতার আবেদন খারিজ করে ওই আদেশ দেন।
হাইকোর্ট বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেন, যদি কোন ব্যক্তি নিম্ম আদালত কর্তৃক দু’বছর বা তার অধিক সাজাপ্রাপ্ত হন, তাহলে তার আপিল চলা অবস্থায় তিনি নির্বাচনে অংশ গ্রহণের যোগ্য হবেন না।

হাইকোর্টের গতকালের আদেশের বিরুদ্ধে বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন। এ বিষয়ে শুনানির পর সর্বোচ্চ আদালত আজ সকালে এ আদেশ দেন।

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে