সাম্প্রতিক সংবাদ

সলঙ্গায় ইমরান মটরস এর উদ্যোগে ওয়াজ মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার কুঠিপাড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা বাজারে প্রতিষ্ঠিত পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইমরান মটরস এর উদ্যোগে গত শুক্রবার বাদ আসর থেকে শুরু করে রাত ১১.৩০ঘটিকা পর্যন্ত চলে ওয়াজ মাহফিল। আলহাজ্ব জয়নাল আবেদীন এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, দেশবরেণ্য আলেম, মারকাযুত তাক্বওয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও সলঙ্গা ডিগ্রি কলেজ জামে মসজিদের খতিব মাওঃ আনিসুর রহমান আল হাদী। দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেছেন, তরুণ উদীয়মান বক্তা মাওঃ এম রাফিউল ইসলাম আনসারী,শিক্ষক চড়িয়া মধ্যপাড়া দারুল কোরআন কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা। তৃতীয় আলোচক হিসেবে আলোচনা করেন হাফেজ গোলাম রাব্বানী সাহেব সহ অন্যান্য ওলামায়েকেরামগণ। এসময় উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ইমরান মটরস এর প্রোপাইটর রবিউল করিম দুহা,মোস্তফা জামান,হাফেজ আব্দুল মোমিন, হাফেজ আল-আমিন,হাফেজ শাকিব,ডাঃ আখতার হোসেন হিরন। পরে উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে অত্র এলাকার সকল মৃতব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সর্বশেষে আগত মুসুল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com