সাম্প্রতিক সংবাদ

লক্ষ্ণণের সেরা টেস্ট ইনিংস

laxman_660_081812021632

বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ নতুন বছরের সেরা উপহারটা পেলেন ভারতের ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ । একটি ক্রিকেট ওয়েবসাইট তাদের ডিজিটাল মান্থলি ম্যাগাজিন লক্ষ্মণের করা সেই ২৮১ রানের ইনিংসকে গত ৫০ বছরের সেরা টেস্ট ইনিংসের শিরোপা দিয়েছে। ২০০১ সালের সেই কলকাতা টেস্টে ১ম ইনিংসে ভারত মাত্র ১৭১ রানে গুটিয়ে গিয়েছিল । তারমধ্যে ৫৯ রান ছিল এই হায়দ্রাবাদি ব্যাটসম্যানের। তারই পুরস্কারস্বরূপ, লক্ষ্মণকে ফলো অনের পর ৩নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। প্রতিদানে লক্ষ্মণ খেলেন সেই ২৮১ রানের অমর ইনিংস। পাশাপাশি রাহুল দ্রাবিড়ও ১৮০ রান করে যোগ্য সঙ্গত দেন । যার ফলে দুজনে ৫ম উইকেটের জুটিতে ৩৭৬ রান যোগ করেন। শেন ওয়ার্ন আজও বলেন, ওই ইনিংসে তিনি এই ভারতীয় ব্যাটসম্যানকে আউট করার জন্য পায়ের পাতা লক্ষ্য করে বল করছিলেন। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি। লক্ষ্মণ সেই বলগুলোই অবলীলায় উড়িয়ে দিচ্ছিলেন কভার কিংবা মিড উইকেটের উপর দিয়ে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com