সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি রাস্তা দখল করে পাকা ভবন নির্মান করলেও প্রশাসন নিরব,এমন অভিযোগ এলাকাবাসীর ।
প্রতিকার চেয়ে দফায় দফায় সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারনে সুফল পাচ্ছেন না এমনটাই মন্তব্য ভুক্তভোগী পথচারীদের। এ ঘটনায় এলাকার ভুক্তভোগী পথচারীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা যায়, সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের রশিদপুর নয়াপাড়া আঞ্চলিক কাঁচা রাস্তা দিয়ে দীঘদিন ধরে এলাকার লোকজন যাতায়াত করে আসছে। এই রাস্তাটি দিয়ে আশপাশের অন্ততঃ শতাধিক পরিবার যাতায়াত করে থাকেন। কিন্তু কিছু দিন আগে নয়াপাড়ার আব্দুস সালাম রাস্তাটির অন্তত সিংহভাগ দখল করে একটি ভবন নির্মাণ কাজ শুরু করেন। এলাকাবাসীর নিষেধাজ্ঞা ও আপত্তির পরও সে ভবনের কাজ অব্যাহত রাখেন।এলাকাবাসী আরও জানায়,প্রায় এক বছর ধরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা,উল্লাপাড়াসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেও অবৈধ ভবনটি উচ্ছেদ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সুফল পাচ্ছি না। উল্লাপাড়ার তৎকালিন ইউএনও উজ্জল হোসেনের সরেজমিন তদন্তে সার্ভেয়ার দ্বারা জরিপ করে ভবনটি ১৫ দিনের মধ্যে সরানোর নির্দেশ দিলেও রহস্যজনক কারনে আজও বহাল তবিয়তে রয়েছে আব্দুস সালামের ভবনটি। উল্টো ভুমিগ্রাসী আব্দুস সালাম হয়রানী মুলক,মিথ্যা তথ্যদিয়ে ২ টি মামলা ভুক্তভোগী গ্রামবাসীদের উপর দায়ের করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারি ও সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ না করায় ক্রমেই এলাকায় উৎকন্ঠার সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।জেলা প্রশাসক সিরাজগঞ্জ,ইউএনও উল্লাপাড়াসহ
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অতিদ্রুত সময়ের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও সরকারি রাস্তা থেকে ভবন সরানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।