বিডি নীয়ালা নিউজ(০৪ফেব্রুয়ারি ১৬)- মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিত্রী কর্মকাররে বিদায় ও জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন শাহজাহান আলী । বিদায়ী শিক্ষক সাবিত্রী কর্মকারের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা শেষে শিক্ষক, ম্যানেজিং কমিটি , গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান অতিথি বিদায়ী অতিথিকে প্রীতি উপহার তুলে দেন। এ সময় পরিবেশ কান্নায় ভারী হয়ে উঠে। অপরদিকে শিক্ষকদের নিরলস পরিশ্রম ও ম্যানিজিং কমিটির তত্বাবধাণে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা এক কৃতিত্বের উজ্জ¦ল স্বাক্ষর রেখেছে। তাদের এ সাফল্য ধরে রাখতে তারা আরো পরিশ্রম করে যাবেন বলে আশাবাদ প্রকাশ করেন। ১৯৪৫ সালে বিদ্যালয়টি স্থাপিত হবার পর ২০১৫ সালের পিএসসি পরীক্ষায় ১৫জন জিপিএ ৫সহ শতভাগ পাশ করে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে। প্রধান অতিথি উইপি চেয়ারম্যান শাহজামাল আকন্দ উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হেলাল উদ্দিন, আবুল হোসেন মিস্ত্রি , মেম্বর সেলিম রেজা, মেম্বর বুলবুলী পারভীন সহ প্রমূর্খ।





