214213201602011915312597_At-least-13-students-drown-near-Murud-beach-in-Raigad_SECVPF.gif

বিডি নীয়ালা নিউজ (১লা ফেব্রুয়ারী১৬)- আন্তর্জাতিক প্রতিনিধিঃ পিকনিক করতে গিয়ে ভারতে মহারাষ্ট্রের রায়গড়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ শিক্ষার্থীর। মৃতদের মধ্যে তিন ছাত্রী রয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন পড়ুয়া। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। জানা গেছে, পুনের আবেদা ইনামদার কলেজের ১২০ জনের বেশি পড়ুয়া আজ পিকনিক করতে যান রায়গড়ে। সোমবার বিকেলে মুরুদ বিচে প্রায় ২০-২২ জন পড়ুয়া সমুদ্রে গোসল করতে নামেন। সমুদ্রের ঢেউয়ে তলিয়ে যান তাঁরা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং পুলিশ উদ্ধারে নামে। বেশ কয়েকজনকে উদ্ধার করে তারা। উদ্ধার করা হয়েছে ১৩ জনের মৃতদেহ। আরও কয়েকজন সমুদ্রে তলিয়ে গেছে বলে আশঙ্কা। অন্যদিকে, ইনামদার কলেজের অধ্যক্ষ পি এ ইনামদার জানান, কম্পিউটার সায়েন্সের পড়ুয়ারা পিকনিকে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে রয়েছেন কলেজের কর্মীরাও। ঘটনার পর কলেজের একটি টিম রায়গড় রওনা দিয়েছে বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে