সাম্প্রতিক সংবাদ

ভারতীয় ১৭৮ জন জেলেকে ফেরত পাঠালো বাংলাদেশ

jele

বিডি নীয়ালা নিউজ(১৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে বিভিন্ন সময়ে নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ১৭৮জন জেলেকে ফেরত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর প্রহরায় নদী পথে তাদের পাঠানো হয় বলে জানিয়েছেন মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান।

মি: রহমান জানান, এদের মধ্যে একজন জেলের মৃতদেহও রয়েছে, ওই জেলে আটকের পর আত্মহত্যা করে।

২০১৫ সালে বিভিন্ন সময়ে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করার অভিযোগে নৌবাহিনী বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ১৪টি মাছ ধরার ট্রলারসহ ওই জেলেদের আটক করে।

আটককৃত জেলেদের প্রায় সবার বাড়ি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।

ওসি শেখ লুৎফর রহমান জানান, “নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর সঞ্জয় সামন্ত নামের এক জেলে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন”।

“তারপর থেকে তার মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা ছিল”।

বাংলাদেশের কারাগারে থাকা এসব জেলেকে সম্প্রতি আদালত অভিযোগ থেকে অব্যাহতি দেয়।

দু’দেশের অভ্যন্তরীণ আনুষ্ঠানিকতা শেষ হবার পর কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা মিলে তাদের বাংলাদেশের জলসীমা পার করে দিয়েছে বলে জানিয়েছেন মংলা থানার ওসি।

 

সূত্রঃ বিবিসি বাংলা

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com