সাম্প্রতিক সংবাদ

ভারতকে হারিয়ে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

149097_194

বিডি নীয়ালা নিউজ( ২৯ই আগস্ট ২০১৬ইং )-স্পোর্টস ডেস্কঃ মার্কিন মুলুকে বিশ্বচ্যাম্পিয়নদের কাছে সিরিজ হেরে গেছে ভারত৷ রবিবার লডারহিলে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় তথা সিরিজের শেষ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়৷ প্রথম ম্যাচ ১ রানে জেতায় সিরিজ পকেট পুরে নেয় ওয়েস্ট ইন্ডিজ৷
শনিবার প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে ভারতকে ১ রানে হারায় ভারত৷ রোববার দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ ড্র করার সুবর্ণ সুযোগ ছিল ধোনিদের সামনে৷ কিন্তু বৃষ্টি ধোনি-বিরাটদের সেই আশায় পানি ঢেলে দেয়৷ ম্যাচের পর ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘গত ম্যাচের ম্যাচের তুলনায় আমরা এদিন ভালো খেলেছি৷ জেতার গ্যারান্টি দেওয়া না-গেলেও বৃষ্টি না-হলে আমাদের জেতার বিরাট সুযোগ ছিল৷ আমাদের বোলাররা এদিন দারুণ বল করেছে৷ ওদের ১৪৩ রানে আটকে রাখতে পেরেছি৷ স্টুয়ার্ট বিনিকে বসিয়ে অমিত মিশ্রকে ঝুঁকি নিয়েই খেলা৷ মিশ্র দারুণ বল করেছে৷ অশ্বিনও ভালো বোলিং করেছে৷’

 

ন/দি

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com