diet sensor

বিডি নীয়ালা নিউজ(২৬জানুয়ারি১৬)-  প্রযুক্তি ডেস্কঃ খাবারের পুষ্টি কতটা আছে তা নিমিষে জানতে চান? খাদ্যে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ পদার্থের পরিমাণ মুহূর্তেই জানাতে এক অভিনব যন্ত্রের আবিষ্কার করেছে ফ্রান্সের এক সংস্থা। ফরাসি স্টার্ট আপ ‘ডাইট সেন্সর’ নামের একটি সংস্থা আন্তর্জাতিক কনজিউমার ইলেকট্রনিক শো-তে (সিইএস) এই ব্লুটুথ কানেক্টেড ডিভাইসটির কথা জানায়।

এর নাম ‘এসসিআইও’। ইনফ্রারেড স্পেক্ট্রোস্কোপির প্রযুক্তির মাধ্যমে খাবারের গুণগত মান জানাতে সক্ষম এই ডিভাইস।

বিভিন্ন খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখেন এমন ডায়াবেটিক ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতেই এই অভিনব ডিভাইসটি সৃষ্টি করা হয়েছে।

আগে কেবল গবেষণাগারে ব্যবহার করা হলেও এই ডিভাইসটিকে সংস্থার তরফ থেকে প্রথমবারের মতো বাজারে নিয়ে আসা হয়েছে। এর দাম করা হয়েছে ২৪৯ মার্কিন ডলার।

1 মন্তব্য

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে