সাম্প্রতিক সংবাদ

বিশ্বকাপের শেষ আটে বাংলাদেশের যুবারা

Zubara

বিডি নীয়ালা নিউজ(৩১জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ জয়টা অনুমিতই ছিল বলা যায় । তবে বাংলাদেশের ২৫৭ রানের লক্ষ্য বেঁধে দেয়ার পর উদ্বোধনী জুটিতেই ৪৮ রান তুলে বাংলাদেশের  ভয় ধরিয়ে দিয়েছিল সফরকারীরা। কিন্তু ইনিংসের ১৩তম ওভারে জোড়া আঘাতের পরই যেন হার মেনে নেয় স্কটল্যান্ড। আর সেই বিপদ ইনিংসের শেষ অবধি চলে স্কটল্যান্ডের। পুরো ৫০ ওভারও খেলতে পারেনি দলটি। ১৬ বল বাকি থাকতে অল আউট হওয়ার আগে ১৪২ রান করে সফরকারীরা। আর ১১৪ রানের বড় জয় নিয়ে দেশের মাটিতে চলমান অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠল মেহেদি হাসান মিরাজের দল।

স্কটল্যান্ডের হয়ে আজিম দার ৫০ রানের ইনিংস খেলেন। বাংলাদেশের সাইফউদ্দিন ও সালেহ আহমেদ শাওন তিনটি করে উইকেট নেন। একই দিনে কক্সবাজারের অ্যাকাডেমি মাঠে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ আটের জায়গা পায় নামিবিয়া। টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৫৬ রান করে। ১১৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। তিনিই পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। অধিনায়ক মিরাজ ৫১ ও ওপেনার সাইফ হাসান ৪৯ রান করেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com