সিরাজগঞ্জ প্রতিনিধি: রবিবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩,(রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনে বিপুল ভোটে আবারো নৌকার কান্ডারি হিসেবে নির্বাচিত হলেন, অধ্যাপক ডা: আব্দুল আজিজ। রায়গঞ্জ ও তাড়াশ ২ টি উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসনে তাড়াশে মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৫৩৪ ভোট। আর রায়গঞ্জে মোট ভোটার ২ লাখ ৫৮ হাজার ৩০৯।মোট ১৫৩ টি ভোট কেন্দ্রে ১১৭৬৪২ ভোট পেয়ে নৌকা বিজয়ী হন রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার গণমানুষের নেতা,মানবতার ফেরিওয়ালা অধ্যাপক ডা: আব্দুল আজিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী সাখাওয়াত হোসেন সুইট পেয়েছেন ৪৪৭০৮ ভোট ( ঈগল মার্কা)। নৌকার বিজয়ী অধ্যাপক ডা: আব্দুল আজিজ নির্বাচনী প্রতিক্রিয়ায় জানান,রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গাবাসীর অকুন্ঠ ভালোবাসায় বিপুল ভোটে আমি আবারো বিজয়ী হওয়ায় সবার কাছে চির কৃতজ্ঞ। বিগত দিনে আমার নির্বাচনী এলাকার উন্নয়নে ব্যাপক কাজ করেছি। তাই তারা নৌকায় ভোট দিয়ে সংসদে গিয়ে তাদের দাবী দাওয়ার কথা আবারো বলার সুযোগ করে দিয়েছেন বলে ভোটার ভাই-বোনদের কাছে আমি চির কৃতজ্ঞ। তিনি আরও বলেন, আপনারা আমার পাশে থাকলে আমি আবারো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব ইনশাআল্লাহ।