কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ কিশোরগঞ্জ উপজেলা শাখার শ্রম বিষয়ক সম্পাদক, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ:সভাপতি, সায়দাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির সহ: সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন মাগুড়া উপ-কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম গত ২৮ নভেম্বর ২০২৩ইং তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় গত (২ ডিসেম্বর) শনিবার রাত ৯টায় অত্র কার্যলয়ে এসে তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেন।

যারা ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-রাজ: ২২০) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদ মমতাজ উদ্দিন, বড়ভিটা উপকমিটি, মালিক সমিতির চেইন মাস্টারের পক্ষ থেকে আব্দুর রশিদ,মাগুড়া অটো শ্রমিক ইউনিয়নের রাজু মিয়া ও হাসান আলী, সিএনজি ও ছোট সিএনজি শ্রমিক ইউনিয়ন, মাগুড়া লেবার কুলি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আশরাফুল ইসলাম, মাগুড়া হোটেল ও রিকসা শ্রমিক ইউনিয়ন, অবিলের বাজার উপকমিটি, মাগুড়া চেকপোষ্ট অটো শ্রমিক ইউনিয়ন,কিশোরগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগ,জলঢাকা মটর শ্রমিক ইউনিয়ন, রিশা পরিবহনের পক্ষ থেকে সফিকুল ইসলাম ও ডিএন পরিবহনের পক্ষ থেকে আহসান, বড়ভিটা রোমার পরিবহনের পক্ষ থেকে সম্্রাট মিয়া, রোমার পরিবহন মাগুড়া কাউন্টারের পক্ষ থেকে শামীম হোসেন ও সুমন মিয়া, আদিবা পরিবহনের পক্ষ থেকে সুজন মিয়া,সহ বিভিন্ন শ্রমিক, পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা শেষে অত্র সংগঠনের সভাপতি সইদুল ইসলাম জমিদারের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, দপ্তর সম্পাদক এফাজ সরকার, প্রচার সম্পাদক আব্দুল জলিল, কার্যকরী সদস্য রবিউল ইসলাম, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল, জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত সদস্য সংগ্রামী শ্রমিক নেতা সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম তাঁর বক্তিতায় বলেন আমার পদ পদবী বড় বিষয় নয়, দায়িত্বের দিক থেকে অসহায়, নির্যাতিত, বঞ্চিত শ্রমিকদের দাবী আদায়সহ নানা ধরনের কর্মকান্ডে সততা ও নিষ্ঠার সাথে যাতে কাজ করতে পারি এটাই আমার লক্ষ্য উদ্দেশ্য। এসময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্ঠা আনিছুর রহমান, শ্রমিক নেতা ওয়াহেদুল হক, আলম হোসেন, সরোয়ার হোসেন, গোলাপ হোসেন, এয়াকুব আলী, মঞ্জরুল হক, আহাদুল হক, বাবলু চন্দ্র দেবনাথ, শামিম মিয়া, বাবলু মিয়া, ওয়াহেদ আলী ও রাজা মিয়া প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে