bg_mridul_695027932

বিডি নীয়ালা নিউজ(১লা ফেব্রুয়ারী ১৬)-বিনোদন ডেস্কঃ  মেধাস্বত্ত্ব অধিকার এবং ওয়েলকাম টিউন ডাউনলোডের চার্জ থেকে শিল্পী-সুরকার-গীতিকারদের বঞ্চিত হওয়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ থেকে বাংলাদেশ মিউজিক্যাল রেগুলেটরি কমিশন গঠনের দাবি উঠেছে। গত ৩১ জানুয়ারি রাতে রাজধানীর কারওয়ানবাজারের একটি রেস্তোরাঁয় এক বৈঠকে এ দাবি তোলেন সংগীতশিল্পীরা।

গত ২৬ জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ডাক ও টেলিযোযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের বক্তব্যকে কেন্দ্র করে সংগীতশিল্পীদের বৃহত্তর অংশ একত্রিত হয়। প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী- ২০১৭ সাল থেকে দেশীয় সংগীতাঙ্গনের নতুন-পুরনো সব শিল্পীকে অডিও কিংবা চলচ্চিত্রের নতুন গানের ক্ষেত্রে শিল্পী-সুরকার-গীতিকারদের সংগঠন বিএলসিপিএস (বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি) অথোরিটি হিসেবে অনুমোদন দেবে।

বিএলসিপিএস’কে অথোরিটি দেওয়ার যে প্রক্রিয়া চলছে তাতে গান-বাজনা ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন সংগীতশিল্পীরা। এলআরবি ব্যান্ডের আইয়ুব বাচ্চু বলেছেন, ‘আমরা যারা গান-বাজনা করি, তারা এটা করেই জীবনধারণ করি। আমরা চাকরি, ব্যবসা কিংবা অন্য কোনো কাজ করি না। সে ক্ষেত্রে আমাদেরকে অদ্ভুত একটা সিস্টেমের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমি মনে করি। তবে এটা কখনও সম্ভব নয়, অসম্ভব একটা সিস্টেম।’

আইয়ুব বাচ্চু আরও বলেন, ‘আমরা যারা সংগীত করতে করতে জীবনটা শেষ করে দিয়েছি, মনে হয় না তাদের কেউ নিজের সৃষ্টি নিয়ে গান-বাজনার জন্য অনুমতি নিতে কাগজ নিয়ে কারও কাছে যাবে কিংবা ঘুরপাক খাবে। প্রয়োজনে সংগীতই ছেড়ে দেবো!’

সংগীতশিল্পীদের বেশিরভাগের দাবি, তাদের মতামত না নিয়েই এ পদক্ষেপ নিয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে