police-300x177

বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)-ঢাকা প্রতিবেদনঃ  বাংলাদেশে এক চা দোকানিকে পুড়িয়ে মারার ঘটনায় চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল মিরপুরের শাহ আলী থানা এলাকায় এক চা দোকানি বাবুল মাতবরকে ধাক্কা দিয়ে কেরোসিনের চুলার ওপর ফেলে দেয়ার পর তার গায়ে আগুন ধরে যায়।

মারাত্মকভাবে পুড়ে যাওয়া বাবুল মাতবর আজ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, চার পুলিশ সদস্য তার কাছে চাঁদা দাবি করেছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর তাকে ধাক্কা দিলে তিনি চুলার ওপর পড়ে যান।

গতকালই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানান, তার শরীরের নব্বুই শতাংশ পুড়ে গিয়েছিল।

এ ঘটনায় চারজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকার মিরপুর জোনের পুলিশের ডিসি কাইয়ুমুজ্জামান।

এই চার পুলিশ সদস্য হচ্ছেন: মমিনুর রহমান, নিয়াজউদ্দীন, দেবেন্দ্র নাথ এবং জসীমউদ্দীন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে