বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ প্যারিস হামলার সন্দেহভাজন হামলাকারীদের একটি ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট যেখানে নয়জন বন্দুকধারীকে দেখা যাচ্ছে।
ছবিটি গত বছর ১৩ নভেম্বরে প্যারিসে হামলার আগে তোলা।
ভিডিওটিতে ফ্রান্সের রাজধানী প্যারিসের দৃশ্যও দেখা যাচ্ছে যেখানে ঐ হামলায় ১৩০জন নিহত হন।
এদিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভিডিওর বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।
ফুটেজে দেখা যাচ্ছে কিছু মানুষ বন্দীদের শিরশ্ছেদ করছেন এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।
ভিডিওটি শেষ হয়েছে ব্রিটেনের সেসব সংসদ সদস্যদের ছবি দিয়ে যারা সিরিয়াতে আইএসের বিরুদ্ধে বিমান হামলাকে সমর্থন জানিয়েছিল।
সাইট মনিটরিং গ্রুপ বলছে এই ভিডিওটি আইএসের গণমাধ্যম চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
সন্দেহভাজন হামলাকারীদের যে ছবি প্রকাশ করা হয়েছে তাদের মধ্যে একজন দেখতে অনেকটা আব্দেলহামিদ আবাউদের মত।
ধারণা করা হয় তিনি ঐ হামলার একজন নেতৃত্বদানকারী ছিলেন।
আবাউদ বেলজিয়ামের নাগরিক ছিলেন যিনি হামলার একদিন পর পুলিশের অভিযানে প্যারিসের কাছে একটি ফ্ল্যাটে নিহত হন।
সূত্রঃ বিবিসি বাংলা





