বিডি নীয়ালা নিউজ(১লা ফেব্রুয়ারী ১৬)-স্পোর্টস ডেস্কঃ বার্সিলোনা খ্যাত পেপ গার্দিওলা তিন বছরের চুক্তিতে ইংলিশ প্রিমিয়ারশিপ ক্লাব ম্যানচেস্টার সিটির ম্যানেজার হচ্ছেন।
চলতি ফুটবল মৌসুম শেষে তিনি সিটির বর্তমান ম্যানেজার ম্যানুয়েল পেলিগ্রিনির জায়গায় আসছেন।
পেলিগ্রিনি নিশ্চিত করেছেন জুনের ৩০ তারিখে তিনি ম্যানচেস্টার সিটি ছেড়ে দিচ্ছেন। গার্দিওলাকে নিয়োগ করার ম্যান সিটির সিদ্ধান্ততে তিনি স্বাগত জানিয়েছেন।
৪৫ বছরের গার্দিওলা বর্তমানে জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের দায়িত্বে।
মাস দুয়েক আগেই গার্দিওলা ঘোষণা দেন, এ মৌসুমের শেষে তিনি বায়ার্ন ছেড়ে দেবেন। তিনি কোথায় যাবেন তা নিয়ে তারপর থেকেই জল্পনা-কল্পনা চলতে থাকে।
ম্যানচেস্টার সিটির পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসির কথাও শোনা যাচ্ছিল।
তবে, আজকের পর সেই জল্পনা শেষ হলো।
কেন গার্দিওলাকে নিয়ে এত মাতামাতি?
– বার্সিলোনার ম্যানেজার হিসাবে গার্দিওলা চার বছরে ১৪টি ট্রফি জেতেন। তার মধ্যে তিনটি লা-লীগা এবং দুটি চ্যাম্পিয়নস্ লীগ।
-বায়ার্নকে চ্যাম্পিয়স লীগ জেতাতে না পারলেও পরপর দুবার বুন্দেসলীগা জিতিয়েছেন। এবারও বায়ার্ন লীগের শীর্ষে এবং ফেভারিট।
বিবিসির ফুটবল বিশ্লেষক ফিল ম্যাকনালটি বলছেন, গার্দিওলাকে আনার মধ্য দিয়ে ম্যান সিটির আবু ধাবির মালিকরা জানান দিচ্ছেন তারা এই ক্লাবকে বিশ্বের শীর্ষ স্তরে নিতে চান।
সূত্রঃ বিবিসি বাংলা ।





