বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সিপিএম এবং কংগ্রেসের জোট নিয়ে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সে সময়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার ডাক দিলেন রাহুল গান্ধী। আগামী ১ ফেব্রুয়ারি রাহুল গান্ধী দিল্লিতে পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনের কৌশল নির্ধারণের জন্যই এ বৈঠক বলে মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল। এদিক, বৈঠকটি যে জোটের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হবে তা সবাই অনুমান করছেন। রাজ্যের নেতাদের দিল্লিতে ডেকে নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা রাজ্য রাজনীতিতে কংগ্রেসের কাছে নতুন ঘটনা। সাধারণত কেন্দ্রীয়ভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয় কংগ্রেস হাইকম্যান্ড। কিন্তু ২০১৬ নির্বাচনের আগে সে নিয়মের পরিবর্তন ঘটালেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতাদের সূত্রে জানা যায়, বৈঠকে তৃণমূল কংগ্রেস বিরোধী জোটের পক্ষেই তারা প্রশ্ন করবেন।
সূত্র: বাংলানিউজ





