mim

বিডি নীয়ালা নিউজ(২৭জানুয়ারি১৬)- বিনোদন ডেস্ক:  ‘ক্লিন ঢাকা’ বা ‘পরিচ্ছন্ন ঢাকা’ অভিযানে নেমেছেন মডেল, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম জানিয়েছেন, অভিনয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকলেও এবারই প্রথম এ ধরনের কাজের সঙ্গে যুক্ত হলেন তিনি। গতকাল মঙ্গলবার ঢাকার মতিঝিল এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযানে নামেন এই অভিনেত্রী।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঘোষিত ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’-এর অংশ হিসেবে গতকাল রাজধানীর মতিঝিলে এক প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ‘আপনার সচেতনতাই পরিবর্তনের শক্তি’ শীর্ষক স্লোগানে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ প্রসঙ্গে মিম বলেছেন, ‘অভিনেতা সাব্বিরের মাধ্যমে আমি এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছি।’ তিনি বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে সমাজের এ ধরনের একটি সচেতনতামূলক কাজে নিজেকে যুক্ত করতে পেরে আমি অনেক খুশি। পরিচ্ছন্ন ঢাকা প্রচারণার সঙ্গে যুক্ত সবাই আমার উপস্থিতিতে অনুপ্রাণিত হয়েছেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে