সাম্প্রতিক সংবাদ

নীলফামারী ডোমারে গ্রাম পুলিশ কল্যান সমিতির কমিটি গঠন

2016-01-29 10.48.07

বিডি নীয়ালা নিউজ(২৯জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী ডোমারে থানা অফিসার ইনচার্জ মোয়জ্জেম হোসেনের নেতৃত্বে  উপজেলার গ্রাম পুলিশ কল্যান সমিতির কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার( ২৮ জানুয়ারী) উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা মোছাঃ সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক তোফায়েল আহম্মেদ, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মনোরঞ্জর রায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এছাড়াও কমিটি গঠনের লক্ষ্যে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন।

শেষে সকলের সম্মতিক্রমে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, পৌর মেয়রকে উপদেষ্টা করে, নির্বাহী কর্মকর্তা সভাপতি, বামুনিয়া ইউপি চেয়ারম্যান সহ-সভাপতি, থানা অফিসার ইনচার্জ সাধারণ সম্পাদক, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট সহ সাধারণ সম্পাদক, এসআই আশরাফুল ইসলামকে কেষাধক্ষ্য করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পুলিশের এধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com