জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ টানা পঞ্চমবারের মতো নীলফামারী-২ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান নূর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৩৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে তিনি ১ লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১ লাখ ১৯ হাজার ৯০২ ভোট পেয়ে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির তছলিম উদ্দিন পেয়েছেন ২৪ হাজার ৬৬১ ভোট।
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল ৩৯ হাজার ৩২১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা পেয়েছেন ২৫ হাজার ২০৫। সাদ্দাম হোসেন কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক।
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে ৬৯ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন পেয়েছেন ৪৫ হাজার ৩০১ ভোট। স্বতন্ত্র নির্বাচন করায় সিদ্দিকুল আলমকে জেলা জাতীয় পার্টির সহসভাপতি পদ থেকে সম্প্রতি অব্যাহতি দেওয়া হয়।
রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।