জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর চারটি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৩৭ প্রার্থীর মধ্যে ২৪ জনের জনের মনোনয়ন বৈধ, ৮ জনের অবৈধ এবং ৫ জনের মনোনয়ন অপেক্ষমান ঘোষণা করা হয়েছে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এ ঘোষণা দেন।

নীলফামারী-১ আসনে মোট ১০ প্রার্থীর মধ্যে পাঁচ জনের মনোনয়ন বৈধ, দুই জনের বাতিল এবং তিন জনের মনোনয়ন অপেক্ষমান রাখা হয়েছে।

নীলফামারী-২ আসনে ছয় জন প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়ন বৈধ এবং দুই জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

নীলফামারী-৩ আসনে ১২ প্রার্থীর মধ্যে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ, তিন জনের মনোনয়ন বাতিল এবং দুই জনের মনোনয়ন অপেক্ষমান ঘোষণা করা হয়েছে এবং নীলফামারী-৪ আসনে নয় প্রার্থীর মধ্যে আট জনের মনোনয়ন বৈধ এবং এক জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, নীলফামারীর ৪টি সংসদীয় আসনে ৩৭ প্রার্থীর মধে ৮ জনের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ৫ জন অপেক্ষামান রয়েছে। যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা আপিল করতে পারবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে