বিডি নীয়ালা নিউজ(৬জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি) : ৭৫ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নীলফামারী থানা পুলিশ।বুধবার (৬ জানুয়ারী) দুপুর সোয়া ১২টায় জেলা সদরের কুচিয়ারমোড় নামক স্থানে অভিজান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলো দিনাজপুর জেলা খানসামা উপজেলার শালিক গ্রামের আমিন উদ্দিন সরকারের ছেলে ফিরোজ আলম (৩৫) ও একই গ্রামের নছর আলীর ছেলে রশিদুল ইসলাম (৩৭)। নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিক্তিতে উক্ত স্থানে তিনি সহ তার সঙ্গীয় ফোর্স ওৎ পেতে ছিলেন। এ সময় ওই মাদক ব্যবসায়ী দুইজন মটরসাইকেল যোগে নীলফামারী শহরে প্রবেশের সময় তাদের গ্রেফতার করে তাদের কাছ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার ও মটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশের পে মাদক আইনে মামলা করা হয়েছে।