বিডি নীয়ালা নিউজ(২২জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে শিশু স্বাস্থ্য সুরক্ষায় মাতৃত্ব ভাতাভোগীদের ৫ দিন ব্যাপী দুই হাজার ৩২০ জনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার(২১ জানুয়ারি) জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরন্নাহার শাহাজাদি।
এসময় বেসরকারী সংস্থার রিলেশনের নির্বাহী পরিচালক আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী প্রমুখ।