বিডি নীয়ালা নিউজ(০৫ফেব্রুয়ারি ১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে শীতার্তদের মাঝে প্রধান বিচারপতির দেওয়া ৫০০ কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ সুপ্রীম কোটের হাইকোট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং আবু তাহের মো. সাইফুর রহমান।শুক্রবার(৫ ফেব্রুয়ারি) সকালে জেলা সদরের ইটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং খোকসাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক অনুষ্ঠানে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর, অতিরিক্ত জেলা জজ মাহবুবুল আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. নাসিরুল হক, সিনিয়র সহকারী জজ মো. হাবিবুর রহমান, সহকারী জজ মো. ইসমাইল হোসেন, অমিত কুমার বিশ্বাস, অলরাম কার্জি এবং মো. সামিউল ইসলাম প্রমূখ।
জানা যায়, ওই দুই বিচারপতি সরেজমিনে নীলফামারীতে এসে দুঃস্থ্য এবং শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।