বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি) : শিক্ষা, শান্তি, প্রগতির ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নীলফামারীতে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করে ছাত্রলীগ।
সোমবার (৪ জানুয়ারি) সকালে চৌরঙ্গীমোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের নেতৃত্বে ব্যান্ডপার্টি সহকারে পাঁচ সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখের জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু, জেলা মহিলা যুবলীগের সভাপতি আরিফা সুলতানা লাভলী,জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াদুদ রহমান,দীপক চক্রবর্তি, সরকারী কলেজ শাখার সভাপতি মনিরুল হাসান আপেল প্রমুখ। অনুষ্ঠানে জেলার অন্যান্য উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।