জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে বাসার মালিকের অসাবধানতার কারনে নতুন ভবনের নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ নভেম্বর ) সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল আদানীর মোড়ের দক্ষিণ দিকে শুটকি মাছ ব্যবসায়ী ইসহাক আলী এর বাসায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলায় বাংগালীপুর ইউনিয়নের লক্ষনপুর বাড়াইশালপাড়ার মুন্সিপাড়া গ্রামের মৃত্যু ভোলা মামুদের ছেলে রশিদুল ইসলাম ৷ সে শ্বশুর
বাড়িতে ঘর জামাই থাকতেন।

ওই বাসার নতুন ভবনের ছাদে কাজ করতে ছাদের উপরে থাকা ১১হাজার পাওয়ার বিদ্যুৎ লাইনের তারে রশিদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও সি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রএিয়া শেষে স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে
এঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে