বিডি নীয়ালা নিউজ(৬জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ কক্সবাজারের রামুতে এক শিক্ষককে তার নিজ ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছোট ভাই ও গুলিবিদ্ধ হয়েছেন ।
আজ বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের মোহাম্মদ শরীফপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষক নূরুসসোফা (৩০) ঈদগড় বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
এদিকে, গুলিবিদ্ধ নূরুন্নবীকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি জানান, ভোর ৫টার দিকে সন্ত্রাসীরা তাদের ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এরপর তার ভাই নূরুসসোফাকে ঘুমন্ত অবস্থায় টেনে তুলে গুলি করে। তিনি বিষয়টি টের পেয়ে চিৎকার করলে তাকেও পায়ে গুলি করা হয়।
রামু থানার ওসি আব্দুল মজিদ জানান, পূর্ব শত্রুতার জেরে শিক্ষক নূরুসসোফাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পরে। তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।





