Mahabub

বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আপিলের চূড়ান্ত রায় আগামীকাল বুধবার ঘোষণা করবেন দেশের সর্বোচ্চ আদালত। আর এ রায় যা-ই হোক না কেন, মেনে নেবেন বলে জানিয়েছেন নিজামীর প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

আজ মঙ্গলবার  দুপুরে সুপ্রিমকোর্ট বারের সভাপতির কক্ষে সাংবাদিকদের ওই কথা জানান।

মাহবুব বলেন, ‘আগামীকাল নিজামী সাহেবের আপিলের রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। আদালত এ মামলায় যে রায়ই ঘোষণা করবেন সেটি আমি আইনজীবী হিসেবে মেনে নেব।’

‘তবে আপিলের রায়ে যদি আমাদের বক্তব্য সঠিকভাবে  মূল্যায়ন না করা হয় সেক্ষেত্রে রিভিউ করা হবে’, বলেন মাহবুব।

খন্দকার মাহবুব বলেন, ‘আমরা নিজামীর পক্ষে যেসব বক্তব্য উপস্থাপন করেছি, আদালত সেগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। আশা করছি আদালত আমাদের যুক্তি সঠিকভাবে মূল্যায়ন করবেন।’

৭২ বছর বয়সী নিজামী বিগত চার দলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। তার আগে ২০০১-০৩ সময়ে ছিলেন কৃষিমন্ত্রী। এর আগে চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলাতেও তার মৃত্যুদণ্ডের আদেশ হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে