1451727119

বিডি নীয়ালা নিউজ(২জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি মেছো বাঘকে আটক করা হয়েছে। ওই বাঘের কামড়ে বজলু মৃধা (৪০) ও রাসেল (২০) নামে দুজন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার শোলা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বজলু মৃধা উপজেলা দক্ষিণ বালুখণ্ড গ্রামের  চান্দু মৃধার ছেলে এবং রাসেল মৃধা একই গ্রামের আফসার মৃধার ছেলে।

আহত বজলু মৃধা জানায়,শনিবার সকালে উপজেলার শোলা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড এলাকায় বজলু মৃধার বাড়ির ধানের গোলার স্থান পরিবর্তন করতে গেলে গোলার ভেতর বাঘটি দেখতে পান। এসময় তিনি ও তার ভাতিজা রাসেল বাঘটি ধরতে গেলে তাকে ও তার ভাতিজাকে কামড় দেয়। এলাকাবাসী এগিয়ে এসে বাঘটি আটক করে স্থানীয় চেয়ারম্যান মো. ফজলুল হকের বাড়িতে নিয়ে যায়।

তিনি আরও জানান, তিনি ও তার ভাতিজা উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে শোলা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক ফজল জানান, বাঘটি তার বাড়িতে লোহার খাঁচায় বন্দী করে রাখা হয়েছে। বাঘটি উচ্চতা পৌণে ২ ফুট ও ৪ ফুট লম্বা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসান জানান, উপজেলা বন বিভাগকে বিষয়টি জানানো হবে এবং সেটি সংগ্রহ করার মতো হলে চেয়ারম্যানের বাড়ি থেকে এনে চিড়িয়াখানায় পাঠানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে