কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় ডেমক্রেসি ওয়াচ এনজিও সংস্থা আস্থা প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত রোববার সকালে আত্রাই উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্লাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডেমক্রেসিওয়াচ এনজিও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহএর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই, নওগাঁ, সভাপতি কামাল উদ্দিন টগর, ডেমক্রেসিওয়াচ এনজিও আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোছাঃ রিমা আক্তার, আস্থা প্রকল্পের আত্রাই কমিটির সদস্য মিতু মনি, মোঃ ছাইফুল ইসলাম,আকাশ প্রামানিক, ইমরান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগ ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সমাজের হতদরিদ্রদের মাঝে সরকারের সেবা সমূহ প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে