সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী এমপি আব্দুল আজিজের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইছিদহ বাজারে ১.২ ও ৩ ওয়ার্ডের ভোটারদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধুবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান (মনি) মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম ভোলার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে নৌকার প্রার্থী এমপি অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন সরকার, ধুবিল ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, ধুবিল ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।