women

বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন:  দেশে তথ্যপ্রযুক্তি সেক্টরে নারীদের অংশগ্রহন নয় শতাংশ। উদ্যোক্তা হিসেবে অংশগ্রহণ তিন শতাংশ।
৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে এক আয়োজনে দেশে সফটওয়্যার ও এবিষয়ক সেবা সেক্টরের শীর্ষ সংগঠন বেসিস এ তথ্য জানিয়েছে।

দেশের নারীদের প্রযুক্তি ব্যবসায় আগ্রহী করে তুলতে উইমেন ইন ডিজিটাল এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে ডিজিটাল ইনোভেশন ফর উইমেন ২০১৬ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেসিস সভাপতি জানান, তথ্যপ্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে বেসিস উইমেন্স ফোরাম গঠন করা হয়েছে।

“আগামী ২ বছরে আমরা যে ২৩ হাজার দক্ষ জনবল তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছি সেখানেও নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

আন্তর্জাতিক নারী দিবসে মঙ্গলবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমার মন্ত্রণালয়ের সকল কাজ এখন অনলাইনে হচ্ছে। বিভিন্ন প্রকল্পের জন্য আমরা নারীদের খুঁজছি।”

বিশেষ অতিথি বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “আমাদের সদস্য কোম্পানিগুলোয় মাত্র ৯ শতাংশ নারী কাজ করে। আর উদ্যোক্তা হিসেবে রয়েছে মাত্র ৩ শতাংশ নারী।”

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে