বিডি নীয়ালা নিউজ(২৭জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ দুর্নীতি প্রতিরোধের জন্য সরকারি বিভিন্ন সেক্টরে ছিলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাতিষ্ঠানিক টিম । দীর্ঘদিন ধরে ওইসব সেক্টরে কাজ করতে গিয়ে কেউ কেউ জড়িয়ে পড়েছেন দুর্নীতিতে । এ কারণে দুদকের প্রাতিষ্ঠানিক টিম বিলুপ্ত করা হয়েছে।
বুধবার (২৭ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজউকের উপর গণশুনানিতে বিশেষ অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু এমন মন্তব্য করেন।
রাজউকের বিভিন্ন কার্যক্রমে হয়রানির শিকার ভুক্তভোগীদের নিয়ে দুদক এ গণশুনানির আয়োজন করে।
সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘সাধারণ মানুষের ধারণা রয়েছে, রাজউকে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হতে হয়। এটা অনেকটাই সত্যি।’
তিনি বলেন, ‘রাজউক, সিটি করপোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করতে প্রাতিষ্ঠানিক টিম গঠন করে দুদক। কিন্তু দেখা যায়, অনেক ক্ষেত্রে দুর্নীতি দূর করার পরিবর্তে টিমগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়ে। তাই আমরা টিমগুলো বিলুপ্ত করি। প্রাতিষ্ঠানিক টিমগুলো বিলুপ্ত করার পর গণশুনানি করার সিদ্ধান্ত নেই।’
দুদকের এ কমিশনার বলেন, ‘মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে ও মানুষ যাতে সেবা পেতে পারে সে জন্যই গণশুনানি করছে দুদক।’
এ সময় উপস্থিত ছিলেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু ও ড. নাসিরউদ্দীন আহমেদ, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, দুদক মহাপরিচালক জিয়াউদ্দীন আহমেদ, মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন, ঢাকা বিভাগীয় পরিচালক মো. নাসিম আনোয়ারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।





