47652-makrani8-1-16

বিডি নীয়ালা নিউজ(১১জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃগাড়ি তো কিনে ফেলেছেন। কিন্তু তেলের টাকা গুনতে গুনতেই যে পকেট ফাঁকা। রোজই যে দাম বেড়ে যাচ্ছে, তেলের। এবার মুশকিল আসান। কারণ, তেল নয়। একেবারে জলেই চলবে গাড়ি। এমনই গাড়ি আবিষ্কার করে সোশাল মিডিয়ার সাড়া ফেলে দিয়েছেন মধ্যপ্রদেশের রাইজ মহম্মদ মাকরানি। গাড়িটি চলবে জল ও ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণে। বহু কারখানায় ক্যালসিয়াম কার্বাইড ব্যবহৃত হয় অ্যাসিটিলিন ও ক্যালসিয়াম সায়ানামাইড উৎপাদনে। সুতরাং ক্যালসিয়াম কার্বাইড ও জল একসঙ্গে মেশানো হলে, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন হবে। যা দিয়েই চলবে ওয়ান্ডার কার। এতে জ্বালানির খরচ কমবে লিটার প্রতি ১০ থেকে ২০ টাকা। যা একইসঙ্গে পরিবেশবান্ধবও বটে। মাত্র ৬ মাস সময়ে এই গাড়িটি তৈরি করেছেন মাকরানি। ইতিমধ্যেই তাঁর আবিষ্কারের পেটেন্টের জন্য আবেদন জানিয়েছেন তিনি। তাঁর এই গাড়ি আবিষ্কারের খবর পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও। রাইজ মাত্র টুয়েলভ পাশ। কিন্তু যে অসাধ্য সাধন করেছেন, তাতে অনেক মানুষ যে উপকৃত হবে, তা বলাই বাহুল্য।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে