p10

বিডি নীয়ালা নিউজ(২৪জানুয়ারি১৬)- আন্তর্জাতিক প্রতিবেদনঃ মিশরের গণমাধ্যম বলছে ফারাও রাজা তুতেন খামুনের সমাধি-মুখোশে যে দাড়ি ছিল সেটা খুলে আবার জোড়া তালির দেয়ার অভিযোগে মিশর জাদুঘরের আটজন কর্মকর্তাকে বিচারের আওতায় আনা হচ্ছে ।

প্রায় একবছর আগে মিউজিয়াম কর্তৃপক্ষের নজরে পরে নীল ও সোনালি রঙের পাতকাটা দাড়িটি খুলে আবারো আঠা দিয়ে লাগানো হয়েছে। যেটা মূল মুখোশের সাথে মিল নেই।

অভিযুক্তরা দায়িত্বে অবহেলা এবং পেশাদারিত্ব দেখাতে অপারগ হয়েছেন এমন অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

প্রায় তিন হাজার বছর আগের এই হস্তনির্মিত মুখোশ কায়রোতে যেসব পর্যটকরা আসেন তাদের বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু।

মিউজিয়ামের যারা তত্বাবধায়ন করেন তারা এই দাড়ি কিভাবে সরে গেল সেটা নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন।

কেও কেও বলছেন এটা হঠাৎ করে খুলে যেতে পারে, আবার অনেকের মত এটা আলগা হয়ে পরলে সেটাকে সরিয়ে ফেলা হয়।

বিচারকরা অবশ্য বলছেন যারা সেসময় দায়িত্বে ছিলেন তারা বেপরোয়াভাবে তাদের ভুল ঢাকা দেয়ার চেষ্টা করেন।

বিপুল পরিমাণে অনুপযুক্ত আঠা দিয়ে মুখের সাথে দাড়িকে জোড়া লাগানোর চেষ্টা করেন।

গত বছরের অক্টোবরে জার্মান বিশেষজ্ঞ দল দাড়ি আবারো আগের মত নিপুণভাবে প্রতিস্থাপন করতে সক্ষম হন।

 

সূত্রঃ বিবিসি বাংলা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে