বিডি নীয়ালা নিউজ(০৫ফেব্রুয়ারি ১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা এই প্রতিপাদ্য কে ধারন করে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/ ২০১৬ শুরু হয়েছে । এই শিক্ষা সপ্তাহ ঘিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়।উপজেলা নিবার্হী অফিসার সাবিহা সুলতানার নের্তৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে এসে শেষ হয়। র্যালীতে অংশ নেন উপজেলা হিসাব রক্ষন অফিসার আব্দুল খালেক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজাহান মন্ডল,সহকারী শিক্ষা অফিসার সোহেল শাহাজাদা ,দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন প্রমুখ ।র্যালী শেষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন অফিসার ও শিক্ষক বৃন্দ ।শিক্ষা র্যালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্র্থীরা অংশ নেয়।
সংশ্লিষ্টরা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যেগে ৪-১০ ফেব্রুয়ারী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপন করা হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অন্যতম প্রধান উদ্দেশ্যে হলো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসমান্য অবদান, খেলাধুলা, সঙ্গীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা।