FB_IMG_1454232046351

বিডি নীয়ালা নিউজ(৩১জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডিমলা উপজেলায় বেসরকারী সংস্থা পল্লীশ্রী, রিকল প্রকল্প কার্যালয়ের ট্রেনিং রুমে দুইটি ব্যাচে ২দিন করে চার দিন ব্যাপি ৫০ জন নারীকে বিকল্প আইজিএ উন্নয়ন বিষয়ক শীর্ষক প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষটি গত মঙ্গলবার শুরু হয়ে শনিবার (৩০জানুয়ারি) বিকালে শেষ হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

পল্লীশ্রী,রি-কল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন জানান, এ প্রশিক্ষনটি মাধ্যমে গ্রামাঞ্চলের নারীদের পরিবার বা সংসারের কাজের পাশাপাশি বিকল্প আয় বৃদ্ধিতে সহায়তা করবে। তাছাড়া এ প্রশিক্ষনটি নিয়ে যাতে করে এসব নারী সংসারের অন্যান্য আয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বি হয়ে আত্মনির্ভশীল হতে পারে। এ প্রশিক্ষনে প্রশিক্ষক ও রির্সোস পারছন হিসেবে এসব হতদরিদ্র নারীদের প্রশিক্ষন প্রদান করেন বেসরকারী সংস্থা বিআরডিবি অফিসের নুরে আলম, ডিমলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়সা সিদ্দিকা ,এফএফ ফেরদেসৈ আরা ও তাইবাতুন নেহার প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে