1453734908_40

বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকার একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব অবমুক্ত করেন। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ডাকটিকিট অবমুক্ত করার সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী, ডাক বিভাগের মহাপরিচালক প্রবাস চন্দ্র সাহা, ডাক অধিদপ্তরের পরিচালক (স্ট্যাম্পস) মো. মুনছুর রহমান মোল্লাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে ‘আন্তঃসরকার স্থলবন্দর’ শীর্ষক চুক্তির প্রতি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘১৭টি দেশ এই প্রস্তাবে স্বাক্ষর করেছে। এর মধ্যে নেপাল, থাইল্যান্ড ইত্যাদি দেশও রয়েছে। এর ফলে দেশগুলোর মধ্যে আন্তঃসংযোগ বাড়বে। ফলে স্থলবন্দরের উন্নয়ন হবে। রেলযোগাযোগের ক্ষেত্রেও নতুন মাত্রা লাভ করবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে