বিডি নীয়ালা নিউজ (১০ই সেপ্টেম্বর ২০১৬)- ডেস্ক রিপোর্টঃগাজীপুরের টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ২৩ জনের অধিক মানুষের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে এক শোকবার্তায় তিনি এই শোক জানান ও দুঃখ প্রকাশ করেন।
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এ ছাড়া আহতদের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শনিবার সকালে টঙ্গীর বিসিক শিল্প নগরীতে ট্যাম্পাকো ফয়েলস নামে একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ জন নিহত হয়েছেন। ভোরে কাজ চলার সময় কারখানাটিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে হতাহতের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর ধসে পড়ছে কারখানার পাঁচতলা ভবনটি।
স/ক





