বিডি নীয়ালা নিউজ(৮ই মার্চ১৬)-চট্টগ্রাম প্রতিবেদনঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশি একটি জাহাজের ধাক্কায় ‘খান সন্স-১’ নামে জাহাজটি ডুবে যায়।
গতকাল সোমবার এবং আজ ডুবে যাওয়া লাইটারেজ জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১১টায় চারজনকে উদ্ধার করা হয়। পরে রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন সময়ে বাকি ৮জনকে উদ্ধার উদ্ধার হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম।
সিমেন্ট ক্লিংকার নিয়ে আসা শান্তা ব্রিলিয়েন্ট নামে একটি মাদার ভেসেল নোঙ্গর করার সময় ধাক্কা লেগে খান এন্ড সন্স-১ নামে জাহাজটি সোমবার রাত ১০টার দিকে ডুবে যায়।





