Toll_Plaza_(south)_Jamuna_Bridge

বিডি নীয়ালা নিউজ(০৪ফেব্রুয়ারি ১৬)- মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ওজন স্কেলে দায়িত্বরত স্কেল অপারেটর ও দুই ট্রাক চালককে আটক করা হয়েছে। ঘুষের  টাকা নিয়ে সেতুর উপর দিয়ে অতিরিক্ত পণ্যবাহী যানবাহন পারাপার করে দেয়ার অভিযোগে তাদের আটক করা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি রকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে  ঘুষের টাকা লেনদেনের সময় পুলিশ সেতুর পশ্চিমপাড়ের ওজন স্কেল থেকে এদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমাপাড়ের স্কেল অপারেটর ওসমান গনি (৩৫), ঠাকুরগাও জেলা সদর   উপজেলার হরিপুর গ্রামের তোছাদ্দেক আলীর ছেলে ট্রাক চালক বাবুল হোসেন (৩৬) ‘ও একই উপজেলার জগন্নাথপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে ট্রাক চালক রাজু হোসেন (৩৪)। বঙ্গবন্ধু সেতুতে ১৫ টনের বেশি মালবাহী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কতিপয় কর্মকর্তা ট্রাক চালকদের নিকট থেকে ঘুষ নিয়ে পারাপার করে দিচ্ছিল। অবৈধ এ কাজ বন্ধে সেতু কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় চাওয়া হয়। সকাল ৭টার দিকে ঠাকুরগাও থেকে ঢাকাগামী দুটি ট্রাকে প্রায় ২৫ টন ওজনের মালামাল নিয়ে সেতু পার হওয়ার জন্য স্কেল অপারেটর ওসমান গণির সাথে ৫ হাজার টাকায় চুক্তি করে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে স্কেল অপারেটরসহ ওই দুই চালককে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায়  মামলা করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে