সাম্প্রতিক সংবাদ

ঘুমের ক্ষতি করে না এরকম ফোন ও ট্যাবলেট তৈরি হচ্ছে

150527224113_tablet_640x360_thinkstock_nocredit

বিডি নীয়ালা নিউজ(১৮জানুয়ারি১৬)- প্রযুক্তি প্রতিবেদনঃ  স্মার্টফোন ও ট্যাবলেট নির্মাতা প্রতিষ্ঠানগুলো ঘুম নষ্ট করে না এরকম ডিভাইস তৈরির উদ্যোগ নিয়েছে।

বিশ্বের বৃহত্তম এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তাদের ডিভাইসগুলো খুব বেশি উজ্জ্বল আলো ছড়ায়।

এগুলো থেকে নীল রঙের এরকম এক আলো বিচ্ছুরিত হয় যা মানুষের ঘুমানোর ক্ষমতা নষ্ট করে দেয়।

অ্যাপল ও আমাজন এই দুটো প্রতিষ্ঠানই সম্প্রতি ঘোষণা করেছে যে তারা এমন ফোন ও ট্যাবলেট তৈরি করবে যাতে নিদ্রার কোনো সমস্যা হবে না।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শীর্ষস্থানীয় চিকিৎসকরা।

ব্রিটেনের চিকিৎসক প্রফেসর পল গ্রিনগ্রাস বলেছেন, এই উদ্যোগ আসলেই চমৎকার।

বিজ্ঞানীরা বলছেন, মানুষের ঘুমের জন্যে শরীরিক একটি প্রক্রিয়া আছে। আর সেটি হচ্ছে, রাত বাড়ার সাথে সাথে শরীরের ভেতরে ঘুমের জন্যে দায়ী মেলাটনিন হরমোনের নিঃসরণ শুরু হতে থাকে।

তবে ট্যাবলেট আর স্মার্টফোন থেকে নীল ও সবুজ আলো নিঃসৃত হয় সেটা শরীরের ভেতরে ওই হরমোন উৎপাদনে বাধার সৃষ্টি করে।

এর ফলে ঘুমের ক্ষতি হয়।

প্রফেসর গ্রিনগাস গবেষণা করে দেখিয়েছেন, নতুন প্রজন্মের যেসব স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে আসছে সেগুলো একটার চেয়ে আরেকটা বেশি উজ্জ্বল।

গবেষণায় দেখা গেছে, এই আলোর কারণে ঘুমাতে দেরি হয়, ঘুম গভীর হয় না বা পাতলা ঘুম হয় এবং সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে খুব ক্লান্ত মনে হয়।

ফোন কোম্পানিগুলো এসব গবেষণাকে এতোদিন খুব একটা গুরুত্ব দেয়নি। এগুলো এড়িয়ে চলতো কিন্তু এখন ভোক্তাদের দিক থেকে তারা চাপে পড়েছে, বলছেন বিজ্ঞানীরা।

অনেকে কোম্পানির মধ্যে এই ভীতিও তৈরি হয়েছে যে এই অভিযোগে কেউ তাদের বিরুদ্ধে মামলা করে দিতে পারে।

একারণে অ্যাপল ঘোষণা করেছে, তারা তাদের পরবর্তী জেনারেশনে ‘নাইট শিফট’ অপশন চালু করবে।

কর্মকর্তারা ধারণা করছেন, এর ফলে ঘুমের কোনো সমস্যা হবে না।

দিনের কোন সময়ে আপনি ফোন ব্যবহার করছেন সে অনুযায়ীয় ডিভাইসটি আলো ছড়াবে।

আমাজন এই অসুবিধার কথা ইতোমধ্যে স্বীকারও করে নিয়েছে। এজন্য তারা তাদের ট্যাবলেটে ‘ব্লু শেড’ অপশন যোগ করছে।

 

সুত্রঃ- বিবিসি বাংলা

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com